প্রবচন বিবর্তন

রম্য রচনা (জুলাই ২০১৪)

হাসান ইমতি
  • ২২
সময় বদলে যায়, বদলে যায় মানুষের মন
সাথে সাথে বদলায়, কিছু প্রথা, কথা প্রাচীন ।
প্রচলিত প্রবাদ প্রবচন যা কিছু আজ পুরাতন,
কেমন হত যদি এধারা হত সে ক্রম বিবর্তন ।

মুল ভার্সনঃ
যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখ তাই,
পাইলেও পাইতে পারো অমূল্য রতন ।

বিশ্ব প্রেমিক/প্লেবয় ভার্সনঃ
যেদিকে দেখিবে মেয়ে, সেদিকেই রইবে চেয়ে,
পাইলেও পাইতে পারো নতুন দুই একটা জান ।

ইভটিজার/রোমিও ভার্সনঃ
যেখানে দেখিবে বিল্ডিং, সেখানে মারিবে ফিল্ডিং,
পাইলেও পাইতে পারো একটা দুইটা ডার্লিং ।

ভাব সুন্দরী ভার্সনঃ
যেখানে দেখিবে পার্টি মালদার, ভাব নেবে হু কেয়ার,
পাইলেও পাইতে পারো দুই একটা খানদানি খরিদ্দার ।

চাঁদাবাজ/সন্ত্রাসী ভার্সনঃ
যেখানে দেখিবে মালপানি, সেখানে বাঁকাবে তর্জনী,
হইলেও হইতে পারে কিছু খাসা নির্ভেজাল আমদানী ।

প্রতারক/ধোঁকাবাজ ভার্সনঃ
যেখানে দেখিবে সুযোগ, সেখানেই পাতবে ফাঁদ,
গাঁথলেও গাথতে পারো দু একটা নিরেট বলদ ।

রাজনীতিবিদ/জননেতা ভার্সনঃ
যেখানে দেখিবে জনতা, সেখানেই সাজিবে বিধাতা,
হইলেও হইয়া যাইতে পারো দেশ ও দশের মাথা ।

দেবদাস/মজনু/চণ্ডিদাস/ফরহাদ ভার্সনঃ
যেখানে প্রিয়তমের বাস, সেখানের কাটিবে ঘাস,
পাইলেও পাইতে পারো প্রিয়তমের মুখ দর্শন ।

গৃহস্থ ভার্সনঃ
যেখানে লাভযোগ, সেখানেই করিবে বিনিয়োগ,
পাইলেও পাইতে পারো নিরাপদ নিশ্চিন্ত জীবন ।

প্রেমিক/প্রেমিকা ভার্সনঃ
যেখানে দেখিবে জল গভীর, ছুড়ে মারবে প্রেমের তীর,
পাইলেও পাইতে পারো ভালো একটা মনের মত মন ।

ফেসবুক ভার্সনঃ
দেখিলে ফেসবুক সুন্দরী, কেটে পড় সাত তাড়াতাড়ি,
নাইলে হইয়া যাইবা বোকা খাইয়া ধোঁকা আর ছ্যাঁকা ।

বিদ্রঃ এটা শুধুমাত্র বিনোদনের জন্য কাউকে অপমান বা ছোট করার জন্য নয় । এক ধরনের হালকা রস উপস্থাপনার মাধ্যমে, যা সহজেই মানুষের হৃদয় গ্রাহ্য হয়, কিছু বক্তব্য তুলে ধরতে চেয়েছি ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
G Barman বেশ ভালো লাগল। শুভকামনা ।
এই মেঘ এই রোদ্দুর বেসম্ভব সুন্দর হইছে । শুভকামনা । আমার পাতায় আমন্ত্রণ একটু ঘুরে আসবেন
নেমেসিস বেশ ভালো লাগল।
biplobi biplob Kub valo laglo, "Bodla jayi" shobdo ti 1bar babohar korla valo hotho. Onno shob tik asan.
খন্দকার আনিসুর রহমান জ্যোতি গৃহস্থ ভার্সনঃ যেখানে লাভযোগ, সেখানেই করিবে বিনিয়োগ, পাইলেও পাইতে পারো নিরাপদ নিশ্চিন্ত জীবন । ............// বেশ ভালো তথ্য সমৃদ্ধ কবিতা,,,,,,,,,,
কে এম রাকিব ভাল লাগল প্রবচনের বিবর্তন। শুভেচ্ছা ও শুভকামনা রইল।
প্রজ্ঞা মৌসুমী আমুদে কবিতা। গৃহস্থ ভার্সনতো একদম! জীবনে কতবার মূল ভার্সন পড়েছি অথচ লেখকের নাম জানতাম না। আজ জেনে নিলাম রায়গুনাকর ভারতচন্দ্র রায়। সেই সাথে হাসান ইমতির লেখা ক্রিয়েটিভ ভার্সনগুলো খুব ভালো লেগেছে। আপনার লেখা পড়তে এসে অনবদ্য একটা কথা পড়লাম "যোগ্যতাই হোক সেরার মাপকাঠি"... নিরন্তর শুভ কামনা

১৯ আগষ্ট - ২০১৩ গল্প/কবিতা: ৩৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪